প্রফেসর ড.এম.আফজাল হোসেন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো। তিনি একজন বাংলাদেশি কৃষি বিজ্ঞানী। কৃষির অভূতপূর্ব উন্নয়নে তিনি কৃষি শিক্ষা, প্রযুক্তি, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ এগ্রিকালচার একাডেমী এর একজন ফেলো।
প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন
একজন বাংলাদেশী কৃষিবিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোঃ কায়সার খান
ম্যানেজিং ডিরেক্টর, সোনিয়া গ্রুপ ও প্রাক্তন শিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি বাংলাদেশ পোশাক শিল্পের অন্যতম একজন উদ্যোক্তা।।
প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম
(জন্ম ২০ ডিসেম্বর ১৯৬৬) একজন বাংলাদেশী বাস্তুবিদ রসায়নবিদ, শিক্ষাবিদ এবং লেখক। তিনি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরইউ) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) এর অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা পরিচালক।
নুর-ই-আলম সিদ্দিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক। বর্তমানে জার্মানির বন ইউনিভার্সিটিতে পিএইচডি ফেলো হিসেবে কাজ করছেন। কৃষি গবেষণার পাশাপাশি কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর জাতীয় দৈনিক পত্রিকায় লিখালিখি করেন।
কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান
একজন উন্নয়ন কর্মী ও সাংবাদিক। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২০১৬ তে কৃষিতে স্নাতক এবং ২০২০এ কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।