নয়াকৃষি ডেস্ক: দিনাজপুরে আগাম সবজির বাম্পার ফলন হয়েছে। সঠিক নিয়ম মেনে পরিচর্যা করায় ও আবহাওয়া অনুকূলে থাকায় বেশ ভালো ফলন পেয়েছেন চাষিরা। সবকিছু ঠিক থাকলে ও ন্যায্য দাম পেলে লাভবান হবেন বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে লাভের আশায় শীতকালীন আগাম বিভিন্ন সবজির চাষ করেন দিনাজপুরের বিভিন্ন এলাকার কৃষকরা।
জানা যায়, শীতকালীন সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে উত্তরের জেলা দিনাজপুরে। এ জেলার অনেক স্থানেই গড়ে উঠেছে বিভিন্ন আগাম সবজির পল্লী। সঠিক পরামর্শ মেনে সবজির চাষ করায় ও আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকরা ভালো ফলন পেয়েছেন। বাজারে সঠিক দাম পেলে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তারা।
সবজির চাষি জয়নাল আবেদিন বলেন, এ মৌসুমে আমার আড়াই বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছি। এরই মধ্যে ৭০ হাজার টাকার ফুলকপি বিক্রিও করেছি। দাম ভালো পাওয়ায় আগামীতে আরও বেশি জমিতে ফুলকপি চাষ করার ইচ্ছা আছে আমার।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ২২ হাজার ১৫২ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে আরো বেশি জমিতে। এর মধ্যে শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। আগাম শাক-সবজির চাষ করে কৃষকরা আর্থিকভাবে সাবলম্বী হবেন বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তারা।
দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, এ জেলার কৃষকরা দিন দিন সবজি চাষে ঝুঁকছেন। এসব সবজি চাষের ব্যাপারে আমরা তাদের সকল ধরণের সহযোগিতা করছি।