নয়াকৃষি ডেস্ক: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি আজ (বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ তারিখে) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভার পূর্ব শেলাবুনিয়ায় একটি রিভার্স অসমোসিস প্ল্যান্ট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর সহযোগী সংস্থা নবলোক পরিষদ-এর নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল। এছাড়া, উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর মোঃ নাসির। উল্লেখ্য, পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় নবলোক পরিষদ কর্তৃক সুপেয় পানির প্ল্যান্টটি স্থাপিত হয়।
পানির প্ল্যান্টটি উদ্বোধনকালে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি বলেন, “দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির তীব্র অভাব রয়েছে। তাই এ অঞ্চলে নিরাপদ পানি নিশ্চিতকরণকে পিকেএসএফ গুরুত্ব দিয়ে আসছে। পিকেএসএফ-এর উন্নয়ন পরিকল্পনায় নিরাপদ পানি নিশ্চিতকরণের বিষয়টি বিশেষভাবে অগ্রাধিকার পেয়ে থাকে।” পানির প্ল্যান্টটি থেকে ঘন্টায় ১,৫০০-২,০০০ লিটার সুপেয় পানি উৎপাদিত হবে, যা থেকে দৈনিক ৪০০-৫০০টি পরিবারের প্রতিদিনের পানির অভাব পূরণ সম্ভব হবে। স্থানীয় কমিউনিটির ৫ সদস্য-বিশিষ্ট একটি কমিটি প্ল্যান্টটি পরিচালনার দায়িত্ব পালন করবে।