নয়াকৃষি ডেস্ক: টিএমএসএস এর উদ্যোগে মমইন বিনোদন জগতে ফডার সম্প্রসারণ ও ভেটেরিনারি অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফডার সম্প্রসারণ ও ভেটেরিনারি অফিস উদ্বোধন উপলক্ষে ইউনিক এগ্রোভেট ইন্ডা: লিমিটেড এন্ড প্রোগ্রাম ডোমেইন টিএমএসএস এর সৌজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ। টিএমএসএস এগ্রো বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত ও বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় উক্ত পর্যবেক্ষণে আরও বক্তব্য রাখেন বগুড়ার সাবেক জেলা প্রশাসক ও সচিব, টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, ইউনিক এগ্রোভেট ইন্ড্রা: লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল শেখ মিঠু, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, আবু তালেব মঞ্জু, শহিদুল ইসলাম খাঁন, টিএমএসএস’র পরিচালক আব্দুস সালাম, প্রোগ্রাম ডোমেইন প্রধান মোহাম্মদ আলী মিঠু, টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) এর অধ্যক্ষ জি,আর,এম মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সভানেত্রী মোছাঃ গুলনাহার পারভীন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন টিএমএসএস উপ-পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। ব্যবস্থাপনায় ছিলেন টিএমএসএস আজীবন সদস্য ও বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতাল এর কমিউনিটি এক্সটেনশন এজেন্ট আল-আমিন আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে ফডার কাটিং বিতরণ করেন এবং ফিতা কেটে ফডার সম্প্রসারণ ও ভেটেরিনারী পর্যবেক্ষণ অফিস উদ্বোধন করেন।