শরীয়তপুর প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সচিব ড. নমিতা হালদার, এনডিসি ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে অগ্রসর- এসইপি প্রকল্পের আওতায় শরীয়তপুর সদর উপজেলাধীন এসডিএস বাস্তবায়িত মেটালিক ইউটেনসিল উপ-প্রকল্পের কাঁসাপিতল শিল্প পরিদর্শন করেন। এসময় তিনি কাঁসা শিল্পের উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এরপর LICHSP এর আওতায় বাস্তবায়িত মানসম্মত বাড়ি পরিদর্শন ও পরে এসডিএস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিউট কর্তৃক আয়োজিত SEIP এর আওতাধীন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বিদায়ী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও নবাগত প্রশিক্ষণার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ড. নমিতা হালদার। এতে এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য আকতারী মমতাজ, মাহমুদা বেগম ও উম্মুল হাসনা। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএস’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান, পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ মেছবাহুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিম প্রমুখ।
এসডিএস’র পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান বাদল এর সঞ্চালনায় সনদ বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সচিব ড. নমিতা হালদার বলেন, এসডিএস’ আমাদের পিকেএসএফ’র সহযোগী সংগঠণ হিসেবে অত্যন্ত সফলতার সাথে এসইপি প্রকল্পের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে। এই প্রকল্পের আওতায় তোমরা যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছ তাঁদের সকলকে অভিনন্দন। তবে শুধু প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না, প্রশিক্ষালব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। তোমরা নিজেকে একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার বা কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে সবখানেই তোমাদের মূল্যায়ন হবে। দেশের বাইরে দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে।
সভাপতির বক্তব্যে এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, সহযোগী সংস্থা হিসেবে এসডিএস- পিকেএসএফ’র সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পিকেএসএফ এর এমডি মহোদয় আমাদের এসডিএস পরিদর্শন করায় আমি তাঁকে ও তাঁর প্রতিনিধিদলের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের এই পরিদর্শন এসডিএস-কে তাঁর বিভিন্ন প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
সনদ বিতরণ অনুষ্ঠান শেষে পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সচিব ড. নমিতা হালদার বিকাল ২.৩০ টায় এসডিএস’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে উপস্থিত এসডিএস বিভিন্ন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় এসডিএস’র বিভিন্ন কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত স্লাইড উপস্থাপন করেন এসডিএস পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান। মতবিনিময় শেষে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বাস্তবায়নাধীন পেকিং জাতের হাসের খামার,ট্রাইকো-কম্পোস্ট,মসলা জাতীয় ফসল ও পেঁয়াজ চাষের মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পিকএসএফ এর সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র এসইপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুহাম্মদ খালেদ আমিনুল হাসান, এসডিএস’র উপ-পরিচালক (মানব সম্পদ) অমলা দাস, উপ-পরিচালক মোঃ ইয়াছিন খান ( অর্থ ও হিসাব), কৃষি সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সমন্বয়ক (এমএফ) মনির হোসেন সহ এসডিএস’র বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
এম আব্দুল মান্নান/শরীয়তপুর/বার্তাবুলেটিন