নয়াকৃষি: এবছর আমনের বাম্পার ফলনে খুশি বগুড়ার স্থানীয় কৃষকরা । দীর্ঘদিন ধরে আশায় বুক বেধেঁছিলেন। এখন চলছে ধান কাটার উৎসব।
বগুড়া কৃষি বিভাগ সূত্রে জানাগেছে,মাঠে কৃষি শ্রমিকরা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। এ বছর প্রতিকুলতা সত্তেও এবার বগুড়ায় আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও জেলার কৃষি কর্মকর্তারা । সবুজ ধান ক্ষেত এখন সোনালী হয়েছে । বিস্তীর্ন এলাকা জুড়ে মাঠে সোনালী ধান এখন ভারে নুইয়ে পড়েছে শীষ। ধান কাটা শ্রমিকরা মাঠে ধান কাটা শুরু করেছেন।
শ্রমিক আজিজুর রহমান জানান, তারা প্রতিবছর ধান মৌসুমে ধান কাটেন।গত কয়েক বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে।
বগুড়া শহরের দক্ষিনে শাজাহানপুর উপজেলা খরনা ইউনিয়নের কৃষক রফিক মোল্লা ধান কাটা শ্রমিকদের দেখ-ভাল করছেন । তিনি জানলেন ‘এবার আল্লাহর রহমতে ধানের বাম্পার ফলন হয়েছে । প্রথমে খরা ,পরে বর্ষার সাথে লড়াই করে তারা সফল হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, বগুড়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে। এবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্যমাত্র দেয়া হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৩৫ হেক্টর জমিতে। কিন্তু গত মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১৩৯ হেক্টর বেশি জমিতে আমন চাষ করেছে কৃষক। সব মিলিয়ে অর্জন হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। তাই জেলা কৃষি কর্মকর্তারা আশা করছেন আমনের উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।(বাসস)